Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাইকের বিকট শব্দ নিয়ে ঝগড়া-মারামারি, প্রাণ গেল তরুণের

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৪ ১৭:২৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়া তরুণদের দু’গ্রুপে মারামারিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক তরুণ। পুলিশ জানায়, মোটরসাইকেলের বিকট শব্দ নিয়ে তরুণদের মধ্যে ঝগড়া থেকে মারামারি হয়। এর এক পর্যায়ে ছুরিকাঘাতে একজন নিহত হন।

রোববার (৯ জুন) ভোরে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন টানেলের প্রবেশমুখে গোলচত্বরে এ মারামারির ঘটনা ঘটে বলে নগর পুলিশের উপকমিশনার (বন্দর) শাকিলা সোলতানা জানান।

বিজ্ঞাপন

নিহত মনিরুজ্জামান রাফি (২৫) চট্টগ্রাম নগরীর দক্ষিণ-মধ্যম হালিশহরের বাকের আলী ফকিরের টেক এলাকার বাসিন্দা মোহাম্মদ রফিকের ছেলে। আহত মো. রায়সান (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা বাসা নগরীর মধ্যম হালিশহরের আদর্শপাড়া এলাকায়।

পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবিরুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘ভোর চারটা থেকে সাড়ে চারটার মধ্যে সমুদ্র সৈকত এলাকায় গোলচত্বরে দু’দল তরুণের মধ্যে মারামারি হয়। ভোর ৫টার দিকে খবর পেয়ে পতেঙ্গা থানা থেকে পুলিশ ঘটনাস্থলে যায়। ততক্ষণে স্থানীয় লোকজন আহত ‍দু’জনকে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাফি নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছে। দুজন ছুরিকাঘাতে আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি।’

তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, একাধিক মোটরসাইকেল নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিল দু’দল তরুণ। বাইকগুলোতে বিকট শব্দের সাইলেন্সর পাইপের পাশাপাশি হাইড্রোলিক হর্ন লাগানো ছিল। সাইলেন্সর পাইপের বিকট শব্দকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এরপর মারামারি শুরু হয়।’

বিজ্ঞাপন

ওসি জানান, ঘটনার পর জড়িত সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে। তারা হলেন- শাহরিয়ার আহমেদ (২০), তাহরিয়ার আহমেদ বাঁধন (২০), জুবায়ের বাশার (৩৪) এবং মারুফ চৌধুরী (২১)। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের ফরেনসিক বিভাগের মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/আরডি/পিটিএম

টপ নিউজ তরুণ প্রাণ বাইক বিকট শব্দ

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর