Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুরে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৪ ১৮:৫৩

পিরোজপুর: জেলার নেছারাবাদ উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন।

রোববার (৯ জুন) সকালে বরিশাল-নেছারাবাদ আঞ্চলিক মহাসড়কের কুনিয়ারি বেইলি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার জগন্নাথকাঠি গ্রামের বাসিন্দা মো. শহিদুল ইসলাম ছেলে মো. সাকিল (২৬) ও ফজলুল করিমের ছেলে মো. সাইফুল (৩৭)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাকিল ও সাইফুল একটি মোটরসাইকেলে করে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। কুনিয়ারি বেইলি ব্রিজে ওঠার সঙ্গে সঙ্গে একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। স্থানীয়রা চিৎকার করে বাসটি থামাতে বললেও চালক তা শোনেননি। বাসের চালক মোটরসাইকেলটিকে বেশ খানিকটা দূরে পিষে নিয়ে যায়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহারুখ মল্লিক বলেন, ‘হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে।’

নেছারাবাদ থানার উপপরিদর্শক (এসআই) পনির খান জানান, সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। বাসটি জব্দ করে ড্রাইভারকে আটক করা হয়েছে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো