Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগাম নির্বাচনের ঘোষণা ম্যাক্রোর

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুন ২০২৪ ১০:৪৯ | আপডেট: ১০ জুন ২০২৪ ১৬:৫৭

ফ্রান্সে আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইতোমধ্যে ফরাসি পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেছেন তিনি।

রোববার (৯ জুন) নিজ দেশে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ডানপন্থিদের কাছে বড় ব্যবধানে পিছিয়ে থাকায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এদিন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ২১টি দেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসব নির্বাচনের ভোট ফেরত জরিপ আসতে শুরু করে। বুথফেরত জরিপে ম্যাক্রোর সমর্থিত দল বড় ব্যবধানে পিছিয়ে থাকায় দেশটির পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন তিনি।

রোববার জাতির উদ্দেশে ভাষণ দেন ম্যাক্রো। এ সময় তিনি বলেন, ইউরোপীয় পার্লামেন্টের ভোটের ফল তার সরকারের জন্য বড় ধাক্কা। আর এই ধাক্কা তিনি উপেক্ষা করার ভান করতে পারেন না।

তিনি বলেন, স্পষ্ট অবস্থান নেওয়ার গুরুত্বপূর্ণ সময় এটি। আমি আপনাদের বার্তা শুনেছি, উদ্বেগ শুনেছি। আমি সেগুলোকে বিনা জবাবে উপেক্ষা করব না। শান্তি ও সম্প্রীতির সঙ্গে কাজ করার জন্য ফ্রান্সের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন।

ম্যাক্রোর ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ জুন ফরাসি সংসদের নিম্নকক্ষের ভোট এবং ৭ জুলাই দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/ইআ

আগাম নির্বাচন এমানুয়েল ম্যাঁখো টপ নিউজ ফ্রান্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর