Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে তালিকাভুক্ত নারী মাদক বিক্রেতাসহ গ্রেফতার ১৭


৩০ মে ২০১৮ ২২:২৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।। 

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে আত্মগোপনে থাকা কক্সবাজারের তালিকাভুক্ত নারী মাদক ব্যবসায়ী উসামে রাখাইন (৪০) সহ ১৭ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এদের মধ্যে ছয় জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বাকি ১১ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।

বুধবার (৩০ মে) দিনভর চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক (মেট্রো) শামীম আহমেদ সারাবাংলাকে জানান, কক্সবাজার জেলা পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রেতা উসামে রাখাইনকে নগরীর মুরাদপুরে গাউছিয়া হাউজিংয়ের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। মাদকবিরোধী অভিযান শুরুর পর উসামে কক্সবাজার থেকে এসে চট্টগ্রাম নগরীতে আত্মগোপন করেন।

তিনি জানান, নগরীর কর্ণফুলী থানার চরপাথরঘাটা থেকে এক নারীসহ তিনজনকে ৬৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়েছে। এরা হলেন, আকিব জাবেদ (৩০) ও তার স্ত্রী রুমা আক্তার (২২) এবং আকিবের ভাই শাহেদ (২৩)।

নগরীর কাজির দেউড়ি থেকে ২ হাজার পিস ইয়াবাসহ আনোয়ার সাদেক নাহিদ (২০) নামে একজন এবং সিনেমা প্যালেস এলাকা থেকে মো.আলম (১৮) নামে এক যুবককে ১৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

এছাড়া নগরীর বড় মাদকের আখড়া বরিশাল কলোনির আশপাশের এলাকা, স্টেশন কলোনি, লালদিঘীর পাড়সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ জন মাদকসেবীকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাদের মধ্যে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। বাকি পাচঁ জনকে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/টিএম

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর