Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেট্রোপোল সীমান্তে ২ ব্যাগ ফেনসিডিলসহ বাংলাদেশি আটক

লোকাল করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৪ ২১:৫৭

বেনাপোল: বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল সীমান্ত থেকে দুই ব্যাগ ফেনসিডিলসহ আল মামুন (৩০) নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)।

সোমবার (১০ জুন) ভোরে তাকে আটক করা হয়।

আটক মো. আল-মামুন বেনাপোল পোর্ট থানার ভবারবের গ্রামের আব্দুল রহিমের ছেলে।

জানা গেছে, পেট্রাপোল থেকে সাদিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় দুই সীমান্তের মাঝে পানিতে থাকা কচুরিপানার ভেতরে নামার সঙ্গে সঙ্গে ভারত সীমান্ত থেকেই মামুনকে আটক করে বিএসএফ। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

বিজিবি জানায়, ৪৯ বিজিবির অধীনস্থ বেনাপোল আইসিপির দায়িত্বপূর্ণ এলাকায় ভোরে সীমান্ত পিলার ১৮/৯ থেকে আনুমানিক ২০ গজ ভারতের অভ্যন্তরে পেট্রাপোল ক্যাম্পের বিএসএফ সদস্যরা মো. আল মামুন নামে এক বাংলাদেশিকে আটক করে। তার কাছ থেকে দুই ব্যাগ ফেনসিডিল পাওয়া গেছে।

বিষয়টি নিয়ে কথা বলতে বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিলের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

সারাবাংলা/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর