‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ২ জনের
১০ জুন ২০২৪ ২২:৩৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।
সোমবার (১০ জুন) এ ঘটনা ঘটে। এদিন দুপুর আড়াইটার দিকে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের মোজাহেরপাড়া বরুমতি রেলব্রিজ এলাকায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়। তবে ওই বৃদ্ধের কোনো পরিচয় জানতে পারেনি পুলিশ।
এদিকে, বিকেল চারটায় নগরীর পাহাড়তলীতে একই ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মো. মহিরউদ্দিন (২৮) বলে জানা গেছে। তার বাড়ি নেত্রকোণা জেলায়।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম সারাবাংলাকে জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ‘কক্সবাজার এক্সপ্রেস’ এ কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ৭০ বছর বয়সী বৃদ্ধ, যার পরিচয় এখনও পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি একজন ভিক্ষুক। দুপুরে চন্দনাইশে এ ঘটনা ঘটেছে।
এছাড়া বিকেলে ট্রেনটি চট্টগ্রামে অল্প বিরতি দিয়ে ঢাকায় যাওয়ার সময় পাহাড়তলীতে এক যুবককে পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মহিরউদ্দিন নামে ওই যুবক কাভার্ডভ্যানের সহকারী হিসেবে কাজ করতেন। তিনি রেললাইনে মোবাইলে কথা বলছিলেন।
সারাবাংলা/আইসি/এনইউ