Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের বিপক্ষে রান তাড়া করতে চাইনি: ক্লাসেন

স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২৪ ০৯:১৭

নিউইয়র্কের ড্রপ ইন পিচ বিশ্বকাপের শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। পুরো টুর্নামেন্টজুড়েই এখানে ব্যাটারদের রানের জন্য লড়াই করতে হয়েছে। টসে জিতে তাই প্রথমে বোলিং করাতেই স্বাচ্ছন্দ্যবোধ করেছেন অধিনায়করা। তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে সবাইকে খানিকটা অবাক করেই টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। ব্যাটিংয়ে নেমে যদিও ভালো করতে পারেনি তারা। শেষ পর্যন্ত ৪ ম্যাচের রোমাঞ্চকর এক জয় পেয়েছে প্রোটিয়ারা। ম্যাচ শেষে ম্যাচসেরা হেনরিক ক্লাসেন বলছেন, ধীরগতির উইকেটে বাংলাদেশের বিপক্ষে রান তাড়া করতে চায়নি বলেই ব্যাটিং নিয়েছিলেন তারা।

প্রথমে ব্যাটিংয়ে নেমে তানজিম সাকিবের দুর্দান্ত বোলিংয়ে ২৩ রানেই ৪ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর ক্লাসেন-মিলার জুটির কল্যাণে ১০০ পেরিয়েছে তাদের স্কোর। তবে এমন ব্যাটিংয়ের পর প্রশ্ন উঠেছিল, কেন টসে জিতে বোলিং নেয়নি আফ্রিকা। শেষ পর্যন্ত অবশ্য বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ৪ রানে ম্যাচ জিতেছে প্রোটিয়ারাই।

ক্লাসেন বলছেন, ধীরগতির পিচে বাংলাদেশের বিপক্ষে রান তাড়া করতে চাননি তারা, ‘এই উইকেটে এটি তৃতীয় ম্যাচ ছিল। ধীরগতির উইকেটে বাংলাদেশ দুর্দান্ত হয়ে যায়। আমরা চাইনি রান তাড়া করতে। পিচ অন্য ম্যাচের চেয়ে ভালো ছিল। তবে চাপের মুখে বাংলাদেশের বিপক্ষে খেলা কঠিন। তাদের দলে সেরা কাটার বোলার আছে, দারুণ স্পিনারও আছে। এজন্যই আমরা আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি।’

বিশ্বকাপের তিন ম্যাচেই লো স্কোরিং রোমাঞ্চে জিতেছে দক্ষিণ আফ্রিকা। এমন ম্যাচে জয়ের পরিকল্পনার কথাও জানালেন ক্লাসেন, ‘পাওয়ারপ্লেতে অনেকভাবেই খেলা যায়। মেরে খেলতে পারেন, উইকেট রেখেও খেলতে পারেন। ডি কক আজ মেরে খেলেছে। সে আগের ম্যাচেও এমনটা করেছে। কারণ পরে কাজটা কঠিন হয়ে যায়। তুলে মারলে জায়গা পাওয়া যায় এই সময়ে। দুর্ভাগ্যজনকভাবে সে আউট হয়েছে। সে দারুণ খেলছিল। আমরা আসলে উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিলাম।’

সারাবাংলা/এফএম

টি-২০ বিশ্বকাপ ২০২৪


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর