Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৪ ২০:১৪ | আপডেট: ১২ জুন ২০২৪ ০০:০৭

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে উপজেলার চাঁদপুর-কুমিল্লা সড়কের গোগরা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ জানান, ধারণা করা হচ্ছে দ্রুত গতির সিএনজিচালিত অটোরিকশাটি ওভারটেক করতে গিয়ে বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সবুজ (২৫) নামে এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। অপর দুইজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ দুইটি হাসপাতালে রয়েছে। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

তিনি আরও জানান, সবুজের মরদেহ হাজীগঞ্জ থানায় রাখা হয়েছে। আর এ ঘটনায় অটোরিকশা ও ট্রাকটি জব্দ করা হয়েছে।

এতে ঘটনাস্থলে থাকা সিএনজির সকল যাত্রী গুরুতরভাবে জখম হয়। একজনের মরদহ হাজীগঞ্জ থানায়, আর বাকি দুইজনের মরদেহ চাঁদপুর সরকারি হাসপাতালে রয়েছে। সিএনজি ও বালু ভাই চাকরি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর ঘণ্টাব্যাপী চাঁদপুর-কুমিল্লা সড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সারাবাংলা/এনইউ

চাঁদপুর টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর