Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝড়বৃষ্টির ফেরার দিন


৩১ মে ২০১৮ ১০:০৯ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১৯:৩৮

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

ঝড় বৃষ্টি আসবে আসবে করে দুদিন তিনদিন চারদিন কাটিয়ে দিচ্ছিল। এ বছর এত ঝড় বৃষ্টি হয়েছে যে গরম বেশ চড়া হওয়া স্বত্ত্বেও গরম নিয়ে অন্তত কেউ অভিযোগ করে উঠেনি। এরই মধ্যে নেমে গেল ঝড়!

গতকাল রাতেই একটু আধটু ঝড় হয়েছে। পূর্বাভাস ছিল সকালে আবার হবে। ওমা! সকাল হওয়ার তাড়া সইলো কই ঝড়ের? ভোর রাতেই কড়কড় করে উঠল আর সকাল হতেই বৃষ্টি। কোথাকার জিনিস উড়িয়ে কোথায় নিয়ে গেলো তার কি কোনো ঠিক ঠিকানা আছে?

এই ঝড়ই কিন্তু সব না। আজ দিন ভরেই আছে ঝড়ের সম্ভাবনা। যখনই ফাঁক পাবে ধুপধাপ নেমে যাবে।

ঝড় হওয়ার সুবাদে বাতাসের আর্দ্রতাও বেড়েছে অনেক এখন তো ৯০ শতাংশের উপরে আছে। এদিকে বাতাসও কম আছে। মানে ঘাম হবে প্রচুর। গায়ে ঘাম আর পায়ে কাদায় বেশ নাকাল দিন কাটাতে হবে আজ।

বৃষ্টিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। অবশ্য বাতাস যদি না থাকে এই ঠাণ্ডা খুব বেশি আরাম দিবে না।

কাদা পানি আর গরম হলেও দিনটি যেন নিরাপদে কাটে, এই এখন কামনা।

সারাবাংলা/এমএ

* দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর