Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৭টায়

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৪ ১৫:৫৭ | আপডেট: ১২ জুন ২০২৪ ১৮:৫০

ঢাকা: জাতীয় ঈদগাহে ঈদ-উল-আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটায়।

বুধবার (১২ জুন) জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে ঢাকা ঘোষণা দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

মেয়র বলেন, ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। ঢাকাবাসীকে পরিবার-পরিজন নিয়ে স্বাচ্ছন্দে জাতীয় ঈদগাহে ঈদের জামাত আদায় করার আহবান জানাচ্ছি। সেইসঙ্গে ঢাকাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা।

জাতীয় ঈদগাহে প্যান্ডেলের অভ্যন্তরে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন এবং অতি বৃষ্টি হলেও প্রধান ঈদ জামাত আয়োজনের সকল প্রস্তুতি রয়েছে ও মুসল্লিগণ স্বাচ্ছন্দ্যে ঈদের জামাত পড়তে পারবেন বলে তিনি গণমাধ্যমকে জানান তিনি।

সারাবাংলা/আরএফ/এনইউ

ঈদ জামাত টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর