Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ক্ষমতার জন্য বিএনপি দেশ বিক্রি করে দিতে চায়’

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৪ ২০:১৫

চট্টগ্রাম ব্যুরো: বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য দেশকে বিদেশের কাছে বিক্রি করে দিতে চায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

বুধবার (১২ মে) দুপুরে নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে সাবেক মন্ত্রী এম এ হান্নানের ৫০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি শুধুমাত্র লুণ্ঠনের ভাগ-ভাটোয়ারার জন্য ক্ষমতা চায় মন্তব্য করে আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘স্বাধীনতা বিরোধী বিএনপি-জামাতসহ দেশপ্রেম বর্জিত রাজনৈতিক অপশক্তি সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। তারা বিগত ১৬ বছর ধরে রাজনীতির মাঠে প্রকাশ্যে দৃশ্যমান না হলেও ক্ষমতায় আরোহন ও জবরদখলের জন্য নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে।

‘এমনকি ক্ষমতায় যাওয়ার জন্য তারা দেশকেও বিদেশের হাতে বিক্রি করে দিতে চায়। তারা ক্ষমতা চায় শুধুমাত্র লুন্ঠনের ভাগ-ভাটোয়ারার জন্য। তারা অতীতে ক্ষমতায় গেলেও কখনো জনগণকে কিছু দিতে পারে নি বরং রাজনীতি ও অর্থনীতিতে লুটেরা দুর্বৃত্তদের অনুপ্রবেশ ঘটিয়েছে।’

তিনি বলেন, ‘নানামুখী বৈশ্বিক সংকটের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। করোনা পরবর্তী সময় এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ আরও কিছু বৈশ্বিক সমস্যার কারণে বিশ্ব অর্থনীতিতে মন্দাভাব বিদ্যমান।’

‘এ অবস্থায়ও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব ও অতি প্রয়োজনীয় নিত্যপণ্য সরবরাহ ব্যবস্থা চালু রাখতে সরকার ভুর্তুকি দিয়ে সূলভ মূল্যে এক কোটি পরিবারকে খাদ্য নিরাপত্তা দেওয়ার কর্মপ্রয়াস চলমান রেখেছে। এ তথ্য ও পরিসংখ্যান আমাদেরকে জনগণের কাছে পৌছে দিতে হবে।’

নেতাকর্মীদের যেকোনো মূল্যে সাংগঠনিক শৃঙ্খলা অটুট রাখার আহবান জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আগামী অক্টোবরের মধ্যেই মহানগর আওয়ামী লীগের সম্মেলন ও কার্যকরী পরিষদ গঠন করবে। এর আগে যে সকল থানা, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের সম্মেলন ও কমিটি গঠন করা সম্ভব হয়নি সেগুলো করে ফেলতে হবে।’

‘এর জন্য যে সাংগঠনিক তৎপরতা চলমান আছে তাতে প্রত্যেক স্তরের নেতাকর্মীদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং যে কোন মূল্যে সাংগঠনিক শৃঙ্খলা অটুট রাখতে হবে।’

নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. হোসেন, যুব ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, সদস্য মো: জাফর আলম চৌধুরী, মো. জাবেদ, থানা আওয়ামী লীগের রেজাউল করিম কায়সার ও এম এ মান্নানের ছেলে সৈয়দ মামুন।

সারাবাংলা/আইসি/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর