Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কঙ্গোতে নৌকা ডুবে ৮০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২৪ ০৮:৫৮

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে নৌকা ডুবে ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদির বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার (১২ জুন) মাই-এনডোম্বে প্রদেশের মুশি শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের কোয়া নদীতে এ ঘটনা ঘটে।

কঙ্গোর নৌপথ কর্তৃপক্ষ জানিয়েছে, দুই শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা কিনশাসার দিকে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ সময় আরেকটি নৌকা ধাক্কা দিলে এই নৌকাডুবির ঘটনা ঘটে। তদন্ত অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় কঙ্গোর প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় যেন আর না ঘটে সে জন্য এই দুর্ভাগ্যজনক ঘটনার প্রকৃত কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ফেলিক্স।

এছাড়া, এই ঘটনায় হতাহতদের প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়েছেন ফেলিক্স। একইসঙ্গে কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

সারাবাংলা/ইআ

কঙ্গো টপ নিউজ নৌকাডুবি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর