Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেলেনস্কির শহরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২৪ ১০:৩৫

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ভ্লাদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে একটি রাশিয়ান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ সময় পাঁচ শিশুসহ কমপক্ষে ২৯ জন আহত হয়েছেন।

বুধবার (১২ জুন) একটি আবাসিক ভবনে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেনকো।

ইউক্রেনের সামরিক কমান্ড টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে মারাত্মক হামলায় একটি প্রশাসনিক ভবন এবং একটি অ্যাপার্টমেন্ট ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামলার পর ওই এলাকায় পুনরুদ্ধারের কাজ শেষ হয়েছে বলেও জানিয়েছেন ক্লিমেনকো।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, প্রতিদিন, প্রতি ঘণ্টায় রাশিয়ার সন্ত্রাস প্রমাণ করেছে ইউক্রেনকে তার অংশীদারদের সঙ্গে নিয়ে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে।

জেলেনস্কির শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, একজনকে স্ট্রেচারে করে ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হচ্ছে। অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে এবং উদ্ধারকারীরা ধ্বংসাবশেষের মধ্যে কংক্রিটের একটি ব্লক তুলছে।

সারাবাংলা/ইআ

ইউক্রেন-রাশিয়া সংঘাত ক্ষেপণাস্ত্র হামলা টপ নিউজ ভ্লাদিমির জেলেনস্কি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর