সুপার এইটে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী শান্ত
১৩ জুন ২০২৪ ১১:২৭
শ্রীলংকাকে হারিয়ে বিশ্বকাপের শুরুটা দারুণভাবেই করেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও মাত্র ৪ রানের জন্য হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে শান্তদের। আজ কিংসটনে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে হারাতে পারলেই সুপার এইট অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছেন, শেষ আটে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।
ডি গ্রুপ থেকে এরই মাঝে টানা তিন জয়ে সুপার এইটে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা। ২ পয়েন্ট নিয়ে সমানে সমান লড়ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। শ্রীলংকা-নেপাল ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় এই দুই দলের সুপার এইটে ওঠার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাই বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচই গড়ে দেবে এই গ্রুপের ভাগ্য।
শান্ত বলছেন, শক্তিমত্তা অনুযায়ী বাংলাদেশ দলের সুপার এইটে ওঠা উচিত, ‘আমরা এখানে ভালো ক্রিকেট খেলছি। আমাদের যে দল আছে, আমরা আত্মবিশ্বাসী যে শক্তি অনুযায়ী খেললে আমাদের সুপার এইটে যাওয়া উচিত।’
ডাচদের হারিয়ে দিলে নেপালের বিপক্ষে জয়ই নিশ্চিত করবে বাংলাদেশের সুপার এইটে খেলা। শেষ দুই ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী শান্ত, ‘আমাদের ভালো সুযোগ রয়েছে। কিন্তু এর জন্য ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা অবশ্যই জেতার জন্য খেলব। আশা করি খুব ভালো একটা ম্যাচ হবে। প্রতিটা ক্রিকেটারই খুব ভালো মুডে আছে। আশা করছি ভালো একটা ম্যাচ হবে আজ।’
সারাবাংলা/এফএম