Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাঠে দর্শকের সমর্থন বাড়তি অনুপ্রেরণা দেয় শান্তদের

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০২৪ ১২:০৩

বিশ্বের যে প্রান্তেই খেলা হোক না কেন, স্টেডিয়ামে আধিপত্য থাকে বাংলাদেশের দর্শকের। এবারের টি-২০ বিশ্বকাপেও সেটার ব্যতিক্রম হয়নি। শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে দারুণ সমর্থন পেয়েছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষেও এমনটাই আশা করছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচের আগে শান্ত বলছেন, দর্শকের সমর্থন তাদের বাড়তি অনুপ্রেরণা যোগায়।

ডালাস ও নিউইয়র্কে প্রচুর প্রবাসী বাংলাদেশি সমর্থক মাঠে এসে দলকে সমর্থন জুগিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্টেডিয়াম দুটিতে লাল সবুজে ভোরে গিয়েছিল পুরো মাঠ। ওয়েস্ট ইন্ডিজেও এমনটা হবে বলেই বিশ্বাস শান্তর।

বিজ্ঞাপন

মাঠে সমর্থকদের এমন উপস্থিতি যুক্তরাষ্ট্রের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজেও আশা করছেন শান্ত, ‘অবশ্যই যেখানে আমরা খেলতে যাই সেখানেই আমাদের সমর্থকরা চলে আসেন। ওয়েস্ট ইন্ডিজেও তেমনটা হবে। এমনটাই আমরা আশা করি। হোটেলেও অনেকে আমাদের সাথে কথা বলেছেন। এটা খুব ভালো লাগে। আশা করি ওয়েস্ট ইন্ডিজ পর্বে দর্শক মাঠে এসে আমাদের সমর্থন দেবেন।’

দর্শকের উপস্থিতি শান্তদের বাড়তি অনুপ্রেরণা যোগায়, ‘ডালাস ও নিউইয়র্কে অনেকেই আমাদের সমর্থন করেছে। বেশিরভাগই আমাদের সমর্থনে ছিলেন। এটা অবশ্যই বাড়তি অনুপ্রেরণা যোগায়। বাংলাদেশ থেকে না হোক প্রবাসী অনেকেই আছেন। যতবারই আমরা সিরিজ খেলতে এসেছি প্রতিবার আমাদের সমর্থন ছিল। আশা করি এবারও তেমনটাই হবে।’

সারাবাংলা/এফএম

টি-২০ বিশ্বকাপ ২০২৪

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর