Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রসিক নির্বাচন সুষ্ঠু করতে কঠোর হুঁশিয়ারি


২০ ডিসেম্বর ২০১৭ ১৪:০৩

হাসান আজাদ, স্পেশাল করেসপন্ডেন্ট

রংপুর থেকে: রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনীর ওপর কঠোর হুঁশিয়ারি ও নির্দেশনা নিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। রংপুর ডিআইজি খন্দকার গোলাম ফারুক তার নির্দেশনায় বলেন, ‘এই নির্বাচনের প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্বাচনী বিধিমালা কঠোরভাবে পালন করবে।’

এ সময় আরও বলেছেন, ‘রংপুর সিটি নির্বাচনকে সফল করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত থাকতে হবে।’

এদিকে রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘রংপুর সিটি নির্বাচনে দায়িত্বরত পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের মোবাইলের কল রেকর্ড পরীক্ষা করা হবে। নির্বাচনী কোনো প্রার্থীর সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়া গেলে তাদের চাকরিচুত্য করা হবে।’

বুধবার রংপুর পুলিশ হল মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ হুশিয়ারি ও নির্দেশনা দেওয়া হয়।

ডিআইজি খন্দকার গোলাম ফারুক  বলেন, ‘আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য যেন কোনোভাবে ভোটের কারচুপি বা অনিয়মের সঙ্গে জড়িত না থাকে সে জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের ওপর নজরদারি রাখবে। এ লক্ষ্যে ১৯৩টি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। ‘

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘প্রত্যেকটা ওয়ার্ডে র‌্যাব ও বিজিবির একটি টিম এবং দুইটা পুলিশের টিম থাকবে। রংপুর শহরে তিনটা বেইজ সেন্টার করা হয়েছে। যেখানে সব সময় বিজিবির সদস্যরা থাকবে। যেকোনো জরুরি প্রয়োজনে তাদের মোতায়েন করা হবে। প্রতিটি ওয়ার্ডে একজন করে মেজিস্ট্র্যেট থাকবে। ’

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রংপুর নির্বাচনে মোট ৬ হাজার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে। এরমধ্যে ১৮৫০ জন অস্ত্রধারী পুলিশ ও আনসার থাকবে। যাতে কোনো ভোট কেন্দ্রে নিরাপওা নিয়ে ঝুঁকির মুখে না থাকে। সে জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুরের রিটানিং অফিসার  সুভাস চন্দ্র সরকার এবং জেলা প্রশাসক ওয়াহিদুজ জামান।

নির্বাচনের সরঞ্জাম হস্তান্তরে দেরি: রংপুর সিটি নির্বাচনে সরঞ্জাম হস্তান্তরে দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা। তারা বলেছেন, সাধারণত বেলা ১২টার মধ্যে এসব সামগ্রী হস্তান্তর শেষ হয়ে যায়। আর এখানে হস্তান্তর কাজ শুরু হয়।

সারাবাংলা/এইচএ/আরসি/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর