Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গত ঈদযাত্রায় গোল্ডেন এ প্লাস পেয়েছি, এবারও স্বস্তিদায়ক হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৪ ২১:০১

ঢাকা: গত ঈদুল ফিতরের সময় ট্রেনে যাত্রী পরিবহনে গোল্ডেন এ প্লাস পেয়েছেন বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম। এমনকি এবারও ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার ( ১৩ জুন) কমলাপুর রেল স্টেশনে ট্রেনের পদযাত্রার পরিস্থিতি তদারকি করতে এসে এ কথা বলেন।

রেলপথমন্ত্রী বলেন, ‘ঈদুল ফিতরের সময়ও সফলতার সঙ্গে যাত্রীদের গন্তব্যে আমরা পৌঁছাতে পেরেছি। তাদের ফেরত আসার ব্যবস্থাও আমরা করেছি। বিভিন্ন নিরাপত্তা সংস্থা ও রেলের সংশ্লিষ্ট সবার সহায়তায় আমরা সফল হয়েছি। গতবার আমাকে অনেকে ফোন করে বলেছে, আমি গোল্ডেন প্লাস পেয়েছি।’

ট্রেনের সিডিউল বিপর্যয়ে বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আজ সকাল থেকে প্রায় ৩০টা ট্রেন সময়মতো ছেড়েছে। দুয়েকটির সিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। তবে এবারের যাত্রা যেন গতবারের চেয়ে ভালো হয়- এটাই প্রত্যাশা।’

তিনি বলেন, ‘ট্রেন অনেক লম্বা দূরত্ব পাড়ি দিয়ে আসে ও রেল ক্রসিংয়ের কারণে অনেক সময় দেরি হয়। এটা আমরা চেষ্টা করছি যেন সবগুলো ট্রেন সময়মতো স্টেশন ছাড়তে পারে। দুয়েকটা মিস গেলে গোল্ডেন মিস যাবে না। এবারও আমি গোল্ডেন এ প্লাস পাব।’

এ সময় তিনি সেখান থেকে ছেড়ে যাওয়া ট্রেনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীদের শুভেচ্ছা জানান। রেলমন্ত্রী চট্রগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের সঙ্গেও কুশল বিনিময় করেন।

রেলমন্ত্রী বলেন, ‘আমরা সফলতার সঙ্গে গতকাল বুধবার যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়েছি। যা সম্ভব হয়েছে রেলওয়ে কর্মকর্তা কর্মচারী ও নিরাপত্তা বাহিনীদের সহযোগিতায়। আমরা চেষ্টা করছি যে, সীমিত সামর্থ্যের মধ্যেই যাত্রীদের বাড়ি পৌঁছে দিতে।’

এ সময় রেলপথ সচিব হুমায়ুন কবীর, মহাপরিচালক সরদার সাহাদাত আলীসহ রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/পিটিএম

ঈদযাত্রা এ প্লাস জিল্লুল হাকিম টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর