সুইপার কলোনি পরিদর্শনে বাম নেতা প্রিন্স ও ফিরোজ
১৩ জুন ২০২৪ ২৩:০৯
ঢাকা: রাজধানীর নাজিরাবাজারে সুইপার কলোনি পরিদর্শনে যান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতা বজলুর রশীদ ফিরোজ।
বৃহস্পতিবার (১৩ জুন) তারা সুইপার কলোনির বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
দক্ষিণ সিটি করপোরেশন কলোনি উচ্ছেদ করে মার্কেট বানানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে।
কলোনির বাসিন্দারা বিশ্বাস করে ৪০০ বছর আগে প্রখ্যাত গায়িকা ও নৃত্যশিল্পী মীরন বাঈ তাদের পূর্ব পুরুষকে এ জমি দান করেছিলেন। মোঘল আমল, ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, বাংলাদেশের ৫৩ বছর তারা বংশপরম্পরায় এখানে বাস করছে। এখন দক্ষিণের মেয়রের প্রত্যক্ষ মদদে ওয়ার্ড কাউন্সিলর তাদের ভূমি থেকে উচ্ছেদ করে দিচ্ছে।
তারা শত শত বছর ধরে এখানে থাকছে। এ ভূমি তাদের। এ ভূমি থেকে তাদের উচ্ছেদ করা যাবে না। সিপিবি ঢাকা দক্ষিণের নেতৃবৃন্দ, মিখা পিরেগুর নেতৃত্বে ছাত্র ইউনিয়নের ছেলেরাসহ বাম গণতান্ত্রিক জোটের বিভিন্ন দলের নেতৃবৃন্দ উচ্ছেদ হওয়া মানুষগুলোর পাশে রয়েছেন।
সারাবাংলা/একে