Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুলসীগঙ্গার তীরে ঘুড়ির মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৪ ১৮:০৫

জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা নদীর তীরের সন্ন্যাসীতলা মন্দিরের পাশে শুরু হয়েছে দু’দিনব্যাপী ঘুড়ির মেলা। গ্রামীণ এ মেলাটি সন্ন্যাসতলীর ঘুড়ির মেলা হিসেবে পরিচিত।

মেলার সঠিক ইতিহাস কেউ বলতে না পারলেও জনশ্রুতি রয়েছে, সন্ন্যাসী পূজাকে ঘিরে ২০০ বছরের বেশি সময় আগে মেলার শুরু। সেই থেকে পঞ্জিকা অনুসারে প্রতি বছর বাংলা জ্যৈষ্ঠ্য মাসের শেষ শুক্রবার বিকেলে বসে গ্রামীণ এ মেলা। মেলায় আশপাশের গ্রাম ছাড়াও দূর-দূরান্ত থেকে শত শত মানুষের আগমণ ঘটে।

বিজ্ঞাপন

সন্ন্যাসতলীতে সনাতন ধর্মাবলম্বীরা সন্ন্যাসীকে পূজা দিয়ে দিনটি উদযাপন করেন। বিকেলের পর থেকেই মেলায় মানুষের ঢল নামে। এই মেলাকে ঘিরে আশপাশের কয়েকটি গ্রামে জামাই ও স্বজনদের আপ্যায়ন চলে।

রঙ-বেরঙের ঘুড়ি মেলার মূল আকর্ষণ হলেও বর্তমানে মেলায় বসে রকমারি মিষ্টির দোকান। যেখানে বিভিন্ন ধরণের মিষ্টি ও চিনির শাহী জিলাপি আকৃষ্ট করে দর্শকদের। মেলায় বাঁশ কাঠ ও লোহার তৈরি বিভিন্ন সামগ্রী ও মাছ ধরার নানা যন্ত্রের আমদানিও নজর কাড়ে মানুষের। শিশুদের খেলাধূলার জিনিসপত্র এবং নারীদের বিভিন্ন ধরনের কসমেটিক্সের দোকানও বসে দু’দিনের এ মেলায়।

স্থানীয় মহব্বতপুর গ্রামের এরশাদ আলী ও দেওগ্রামের জেমিয়ার হোসেন বলেন, ‘আমাদের বাপ-দাদারা এই মেলায় আসতেন। তাদের দেখাদেখি এখন আমরাও এই মেলায় আসি। এই মেলা আমাদের এখানকার একটি ঐতিহ্য।’

মেলায় আসা সিরাজগঞ্জে সদর উপজেলার আক্কাস আলী, বগুড়ার সোনাতলা উপজেলার নিতাই চন্দ্র, দিনাজপুরের বিরামপুর উপজেলা আসলাম হোসেন বলেন, ‘প্রতি বছর এই সন্ন্যাসতলী মেলাতে আসি। এখানে ঘুড়ি ছাড়াও প্রায় সব ধরনের জিনিসপত্র পাওয় যায়।’

বিজ্ঞাপন

সন্ন্যাসতলী মেলা কমিটির সভাপতি মন্টু চন্দ্র বলেন, ‘প্রতি বছরের মত এবারেও বসেছে সন্ন্যাসতলী মেলা। এই মেলা প্রায় ২০০ বছরের পুরাতন। মেলাটি হিন্দু- মুসলিম সবাই মিলে পরিচালনা করি। দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা এ মেলায় আসেন।’

ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের এই সন্ন্যাসতলী মেলার মূল আর্কষণ ঘুড়ি। এ মেলাকে ঘিরে আশপাশের জেলা থেকে অনেক মানুষের সমাগম ঘটে। মেলাটি মানুষের মিলন মেলায় পরিণত হয়।’

সারাবাংলা/এমও

ঘুড়ির মেলা জয়পুরহাট তুলসীগঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর