Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৪ ১৮:৩৩

নোয়াখালী: কোম্পানীগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। নিহত ফারজানা আক্তার (২২) কোম্পানিগজ্ঞ উপজেলার চরবৈশাখী গ্রামের বসির উল্যার মেয়ে।

শুক্রবার (১৪ জুন) দুপুরের দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের চরকলমি গ্রামে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতের বাবা বসির উল্যাহ অভিযোগ করে বলেন, ‘জহির স্থানীয় বাজারে স্টিলের আলমারির ব্যবসা করেন। সে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়লে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া শুরু হয়। এর জেরেই এ হত্যার ঘটনা ঘটেছে।’

কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সুলতান বলেন, ‘পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এমও

গৃহবধূর মরদেহ নোয়াখালী স্বামী পলাতক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর