‘ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরাইলকে লেলিয়ে দিয়েছে আমেরিকা’
১৪ জুন ২০২৪ ১৯:৫২
চট্টগ্রাম ব্যুরো: অস্ত্রের ব্যবসা করে নিজেদের পুঁজি বাড়াতে আমেরিকা ইসরাইলকে ফিলিস্তিনের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে এখন ইঁদুর-বিড়াল খেলা খেলছে বলে এক সমাবেশে অভিযোগ করেছেন চট্টগ্রামের বিশিষ্ট নাগরিকরা।
শুক্রবার (১৪ জুন) বিকেলে নগরীর চেরাগি পাহাড় মোড়ে বাংলাদেশ শান্তি পরিষদ, চট্টগ্রাম বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে তারা এ অভিযোগ করেন।
ফিলিস্তিনের মানুষের মুক্তির সংগ্রাম ইসরাইল ও আমেরিকা গায়ের জোরে বন্ধ করতে পারবে না মন্তব্য করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অশোক সাহা বলেন, ‘প্রায় ৭৭ বছর ধরে ইসরাইল ও তার অভিভাবক আমেরিকা ফিলিস্তিনে সাধারণ মানুষের ওপর অত্যাচার করে যাচ্ছে। ইসরাইল চায় ফিলিস্তিন নামের জাতিটাকে চিরতরে ধ্বংস করে দিতে। কোনো জাতিকে এভাবে বোমা মেরে ধ্বংস করা যায় না। ফিলিস্তিনের জনগণ দীর্ঘদিন ধরে স্বাধীনতার জন্য লড়াই করে আসছে। ফিলিস্তিনের মানুষের মুক্তির সংগ্রাম গায়ের জোরে বন্ধ করতে পারবে না।’
উদীচী চট্টগ্রাম জেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. চন্দন দাশ বলেন, ‘প্যালেস্টাইনের মুক্তিকামী জনতাকে নিয়ে ইসরাইল ও আমেরিকা ইঁদুর-বিড়াল খেলছে। গাজার মানুষ পশ্চিমে গেলে বলে তোমরা পূর্ব দিকে যাও। উত্তরে গেলে বলে দক্ষিণে যাও। এরকম করে তাদের তাড়িয়ে বেড়াচ্ছে আর মানুষ হত্যা করছে। ফিলিস্তিনিরা যাতে জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেখানকার সাংবাদিক ও বুদ্ধিজীবিদের ড্রোন দিয়ে বোমা মেরে হত্যা করছে।’
বাংলাদেশ শান্তি পরিষদ, চট্টগ্রাম বিভাগের সভাপতি রণজিৎ কুমার দে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি নাথের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, গণতান্ত্রিক আইনজীবী সমিতির জেলা কমিটির সহ-সভাপতি হারাধন দে, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আঞ্চলিক সাধারণ সম্পাদক বশির উদ্দিন কনক, খেলাঘর মহানগরের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসু, জেলা যুব ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রাশিদুল সামির এবং জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শুভ দেবনাথ।
সারাবাংলা/আইসি/এমও