Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্লাইওভারের নিচে ঈদগাহ বানাল চসিক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৪ ২৩:৩২

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীর মুরাদপুরে ‘আক্তারুজ্জামান ফ্লাইওভারের’ নিচে ঈদগাহ তৈরি করেছে সিটি করপোরেশন, যাতে একসঙ্গে দুই হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। বছরের অন্যান্য সময় ওই স্থানটি জানাজার জন্য ব্যবহার করা যাবে বলে সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার (১৪ জুন) বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী ‘ফ্লাইওভারের নিচে ঈদগাহ’ উদ্বোধন করেছেন।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ সারাবাংলাকে জানিয়েছেন, দুই কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ৩০০ ফুট দৈর্ঘ্য এবং ৫২ ফুট প্রস্থের এ ঈদগাহ তৈরি করা হয়েছে। এর চারপাশে ওয়াকওয়ে, বসার স্থান, ওজু ও লাশ ধোয়ার স্থান এবং টয়লেট নির্মাণ করা হয়েছে।

ঈদগাহ উদ্বোধন করে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘এ এলাকায় ঈদগাহ ও নামাজে জানাজার জন্য কোনো স্থান ছিল না। এ জন্য অনেক সময় সড়কে নামাজ আদায় করতে হতো। এর ফলে একদিকে যেমন যানবাহন চলাচলে বিঘ্ন ঘটত, অন্যদিকে মানুষের ভোগান্তি বাড়তো। এলাকাবাসী এখানে ঈদগাহ ও জানাজার একটি নির্দিষ্ট স্থান তৈরির দাবি জানিয়েছিল। মুরাদপুর ও মোহাম্মদপুর এলাকার বাসিন্দাদের ঈদগাহ ও নামাজে জানাজার স্থান নিয়ে দীর্ঘদিনের সংকট নিরসন করতেই আমরা এ প্রকল্প নিয়েছিলাম।’

এসময় স্থানীয় সংসদ সদস্য আবদুচ ছালাম বলেন, ‘এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে অব্যবহৃত এ জায়গাকে ঈদগাহ ও জানাজার স্থানে পরিণত করায় মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাই। আমরা সবাই মিলে মেয়র মহোদয়ের নেতৃত্বে চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে নগরবাসীকে উন্নত চট্টগ্রাম উপহার দেব।’

সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু বলেন, ‘জনগণের কল্যাণে এ উদ্যোগ নেওয়ায় এলাকাবাসী খুশি জনকল্যাণমুখী উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আমরা সবাই একসঙ্গে কাজ করব৷’

কাউন্সিলর মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, চসিকের প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর হাসান মাহমুদ হাসনি, হাজী নুরুল হক, গোলাম মো. জোবায়ের, সলিমুল্লাহ বাচ্চু, আবদুস সালাম মাসুম, আবুল হাসনাত মো. বেলাল, জাফরুল হায়দার সবুজ, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, প্রধান প্রকৌশলী শাহীন-উল-ইসলাম।

সারাবাংলা/আরডি/একে

ঈদুল আজহা কোরবানির পশু ফ্লাইওভার


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর