Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি সৈয়দ তিতুমীরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৪ ০০:১৪

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি সৈয়দ মো. তিতুমীর (৬৭) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে অসুস্থ অবস্থায় কারারক্ষীরা ওই আসামিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে। দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে ওই আসামি কারাগারে অসুস্থ হয়ে পড়ে। এরপর কারা চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, সৈয়দ মো. তিতুমীর মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ছিলেন, তার বাবার নাম মৃত সৈয়দ হাসান আলী। তার হাজতি নম্বর ২৩১০০/২৪। তবে তার মামলার বিস্তারিত তথ্য জানা যায়নি।

সারাবাংলা/এসএসআর/এমও

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি সৈয়দ তিতুমীর

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর