টিকিট কালোবাজারি: আনসার সদস্যসহ গ্রেফতার ৩
১৫ জুন ২০২৪ ২০:২০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম রেলস্টেশনে অবৈধভাবে ট্রেনের টিকিট বিক্রির সময় এক আনসার সদস্যসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কাউন্টার থেকে টিকিটগুলো কিনে তারা সাধারণ যাত্রীদের কাছে বেশি দামে বিক্রি করছিলেন। তাদের কাছে ঢাকাগামী ‘মহানগর গোধূলি’ ট্রেনের ৯টি টিকিট পাওয়া গেছে।
শনিবার (১৫ জুন) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্যের ভিত্তিতে রেলওয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতার তিনজন হলেন- আনসার সদস্য মো. স্বপন এবং তার সঙ্গে থাকা মো. মজনু ও মো. রুবেল।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম সারাবাংলাকে জানান, ঈদে ঘরমুখো মানুষের চাহিদাকে পুঁজি করে তারা টিকিট কালোবাজারিতে নেমেছিলেন। যাত্রী সেজে টিকিট কিনে তারা সেগুলো যাত্রীদের কাছে বেশি দামে বিক্রির সময় হাতেনাতে ধরা পড়ে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।
সারাবাংলা/আইসি/এমও