Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৮টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার তিন


৩১ মে ২০১৮ ১৪:৩৬

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর আদাবর, তেজগাঁও ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরাই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ১৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩১ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি’র যুগ্ম কমিশনার আবদুল বাতেন। গ্রেফতারকৃতরা হলো- মো. আকরাম, মো. ইমরান তালুকদার ও মো. জাহাঙ্গীর হোসেন।

যুগ্ম কমিশনার বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই চক্রটি দীর্ঘদিন প্রতারক চক্রের মাধ্যমে বিআরটিএ’র কর্মকর্তাদের সিল জালিয়াতি করে চোরাই মোটরসাইকেলের নকল কাগজপত্র তৈরি করে। পরবর্তী সময়ে এসব নকল কাগজপত্রসহ চোরাই মোটরসাইকেল দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করতো।’

তিনি আরও জানান, মোটরসাইকেল চুরি করার আগে তারা কয়েকজন একসাথে সংঘবদ্ধ হয়। যখন মোটরসাইকেল চালক তার মোটরসাইকেল পার্কিংয়ের উদ্দেশে রাস্তার পাশে অথবা কোনো একস্থানে রাখে, তখন তাদের একজন তাকে লক্ষ্য রাখে। বাকিরা পরিস্থিতি বুঝে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর