Tuesday 28 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে কাঁচা চামড়া পাচার রোধে বিজিবির কঠোর নজরদারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৪ ০৯:৩২

দিনাজপুর: সীমান্ত দিয়ে কোরবানির পশুর কাঁচা চামড়া ভারতে পাচার রোধে দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল আরিফুল হক (পিএসসি) সারাবাংলাকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা প্রতিবছর ঈদে প্রস্তুত থাকি যেন দেশের কোরবানির পশুর চামড়া পাচার না হয়ে যায়। এ ব্যাপারে সীমান্তে সতকর্তা জারি করা হয়েছে। এছাড়াও আমাদের নিয়মিত যে টহল টিম আছে সেটা আরও জোরদার করে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। কোনোভাবেই যেন চামড়া বাহিরে চলে না যায় সেজন্য সব সময় আমরা সর্তক আছি।

সারাবাংলা/ইআ