Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের আগে প্রতিদিন রেমিট্যান্স এসেছে ১৪০০ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৪ ১৯:৫৫

রেমিট্যান্স। প্রতীকী ছবি

ঢাকা: ঈদুল আজহা ঘিরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। চলতি জুন মাসের প্রথম ১২ দিনে দেশে মোট প্রবাসী আয় এসেছে ১৪৬ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ (প্রতি ডলার ১১৭ টাকা ধরে) ১৭ হাজার ৮২ কোটি টাকা। সে হিসাবে গড়ে প্রতিদিন রেমিট্যান্স এসেছে এক হাজার ৪২৩ কোটি ৫০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংক প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে, ডলার রেট বাড়ায় রফতানি আয়ও আসছে দেশে। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বেড়েছে।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংক বলছে, গত ১ জুন থেকে ১২ জুন পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় এসেছে ১৪৬ কোটি ডলার। এর মধ্যে প্রথম সাত দিনে রেমিট্যান্স এসেছে ৭২ কোটি ৬২ লাখ ডলার। আর পরের পাঁচ দিনে রেমিট্যান্স এসেছে প্রথম সাত দিনের চেয়েও বেশি— ৭৩ কোটি ৩৮ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত বছরের জুনের একই সময়ে অর্থাৎ প্রথম ১২ দিনে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৮৪ কোটি ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৬২ কোটি ডলার বা প্রায় ৭৪ শতাংশ। প্রবাসী আয় প্রবাহের এই ধারা অব্যাহত থাকলে চলতি মাস শেষে প্রবাসী আয় ২৫০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

প্রবাসী আয়ের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে গত মাস থেকেই। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, গত মাসে বাংলাদেশ ব্যাংক এক লাফে ডলারের দাম ৭ টাকা বাড়িয়ে ১১৭ টাকা নির্ধারণ করে। এরপর থেকেই মূলত প্রবাসী আয় বাড়তে শুরু করেছে। এর প্রভাব দেখা গেছে মে মাসে। এর সঙ্গে ঈদুল আজহা ঘনিয়ে আসায় এ মাসেও এখন পর্যন্ত প্রবাসী আয়ের ধারা ঊর্ধ্বমুখী রয়েছে।

এর আগে গত বছরের জুনে প্রবাসীরা ২১৯ কোটি ৯০ লাখ ডলার দেশে পাঠিয়েছিলে, যা তার আগের ৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে এ বছরের প্রথম মাস জানুয়ারিতে ২১০ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল, দ্বিতীয় মাস ফেব্রুয়ারিতে এসেছিল ২১৬ কোটি ৬০ লাখ ডলার। মার্চে বৈধ চ্যানেলে রেমিট্যান্স কিছুটা কমে ১৯৯ কো‌টি ৬৮ লাখ ৫০ হাজার ডলারে দাঁড়ায়। কিছুটা বেড়ে রেমিট্যান্স হয় ২০৪ কোটি ডলার। আর সর্বশেষ গত মে মাসে এসেছে ২২৫ কোটি ডলার।

বিজ্ঞাপন

বিভিন্ন অর্থবছরভিত্তিক রেমিট্যান্স

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে (২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মে পর্যন্ত) রেমিট্যান্স এসেছে দুই হাজার ২৯৫ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার। ২০২২-২৩ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল দুই হাজার ১৬১ কোটি ডলার।

এর আগে ২০২১-২২ অর্থবছরে প্রবাসীরা দুই হাজার ১০৩ কোটি ডলার ও ২০২০-২১ অর্থবছরে দুই হাজার ৪৭৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন। এ ছাড়াও ২০১৯-২০ অর্থবছরে এক হাজার ৮২০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, ২০১৮-১৯ অর্থবছরের এক হাজার ৬৩১ কোটি ডলার, ২০১৭-১৮ অর্থবছরে এক হাজার ৪৯৮ কোটি ডলার, ২০১৬-১৭ অর্থবছরে এক হাজার ২৭৬ কোটি ৯৪ লাখ ডলার, ২০১৫-১৬ অর্থবছরে এক হাজার ৪৯৩ কোটি ডলার ও ২০১৪-১৫ অর্থবছরে রেমিট্যান্স এক হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

পঞ্জিকাবর্ষ হিসাবে রেমিট্যান্স

২০২৩ সালে প্রবাসী দুই হাজার ১৯২ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন। ২০২২ সালে এর পরিমাণ ছিল দুই হাজার ১২৭ কোটি ডলার। আর ২০২১ সালে দুই হাজার ২০৭ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা, যা এখন পর্যন্ত এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড।

এর আগে ২০২০ সালে দুই হাজার ১৭৪ কোটি ১৮ লাখ ডলার, ২০১৯ সালে এক হাজার ৮৩৩ কোটি মার্কিন ডলার, ২০১৮ সালে এক হাজার ৫৫৩ কোটি ৭৮ লাখ ডলার, ২০১৭ সালে এক হাজার ৩৫৩ কোটি ডলার, ২০১৬ সালে এক হাজার ৩৬১ কোটি ডলার এবং ২০১৫ সালে এক হাজার ৫৩১ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স আসে দেশে।

সারাবাংলা/জিএস/টিআর

ডলার বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর