Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলনে ৮০ দেশের যৌথ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২৪ ২৩:৪৫

ইউক্রেন যুদ্ধ অবসানের উপায় খুঁজে পেতে সুইজারল্যান্ডে শান্তি সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। শীর্ষ সম্মেলনে ৮০টি দেশ এক যৌথ ঘোষণায় বলেছে, যে কোনো শান্তি চুক্তির ভিত্তি হতে হবে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা।

তবে সম্মেলনে অংশ নেওয়া সবকটি দেশ অবশ্য ওই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেনি। ব্রিকসভুক্ত দেশ যেমন ভারত, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত এতে স্বাক্ষর করেনি। ব্রিকস অর্থনৈতিক গোষ্ঠীর সদস্য হিসেবে রাশিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্য সম্পর্ক রয়েছে এসব দেশের। সব মিলিয়ে সম্মেলনে অংশ নেওয়া অন্তত ১৬টি দেশ যৌথ ঘোষণায় স্বাক্ষর করেনি।

এই সম্মেলনে চীন যোগ দেয়নি। ব্রিকসের অন্য গুরুত্বপূর্ণ সদস্য ব্রাজিল সম্মেলনে কেবল পর্যবেক্ষক হিসেবে অংশ নিয়েছিল।

গ্লোবাল সাউথের এমন নির্লিপ্ততার বিপরীতে সম্মেলনে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা কিয়েভকে ব্যাপক সমর্থন দিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে আরও বড় পরিসরে প্রতিরোধ গড়ার জন্য ইউক্রেনকে সমর্থন দিয়েছে অন্তত ৮০টি দেশ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্মেলনের কূটনৈতিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমরা রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসনের জবাব কেবল সামরিকভাবেই দিচ্ছি না, আমরা পূর্ণ মাত্রার কূটনীতিক উপায়েও জবাব দিচ্ছি।

এই সম্মেলনে অবশ্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজে যোগ দেননি। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস উপস্থিত ছিলেন। আরও ছিলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মতো নেতারা।

সারাবাংলা/আইই

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর