প্রধানমন্ত্রীর পাঠানো ফল-মিষ্টি পেলেন মুক্তিযোদ্ধারা
১৭ জুন ২০২৪ ১৩:০৮
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য ফল ও মিষ্টি পাঠানো করা হয়েছে।
সোমবার (১৭ জুন) সকালে প্রধানমন্ত্রীর পক্ষে ফল ও মিষ্টি হস্তান্তর করেন সহকারী প্রেস সচিব এ. বি. এম. সরওয়ার-ই-আলম সরকার।
নুষ্ঠানের শুরুতেই উপস্থিত মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা এক এক করে বক্তব্য দেন। এরপর বীর মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে প্রধানমন্ত্রীর দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পর অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন তো করেনি বরং নানভাবে হয়রানি এবং অসম্মান করেছে। এটা করেই স্বৈরশাসকরা থেমে যায়নি, তারা ইতিহাস বিকৃতির মাধ্যমে এ দেশের গৌরবময় ইতিহাসকে কলঙ্কিত করেছে।
তারা আরও উল্লেখ করেন, জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে সরকার গঠনের পর দেশে গণতন্ত্র ও আইনের শাসন ফিরিয়ে এনেছেন। সেই সাথে মুক্তিযোদ্ধাদের সঠিক সম্মানের স্থানে আসীন করেছেন। ফলে শেখ হাসিনার সরকারের আমলে তারা সবচেয়ে সন্তুষ্ট আছেন বলে তারা মনে করেন।
সারাবাংলা/এনআর/ইআ