Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে ঘুমন্ত স্বামী-স্ত্রীকে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৪ ১৪:০৯

কক্সবাজার: কক্সবাজারের রামুতে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীকে জবাই করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় ঈদগড় ইউনিয়নের উপরের খিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঈদগড় ইউনিয়নের উপরের খিল এলাকার বাসিন্দা কামাল হোসেনের মেয়ে রুবি আক্তার (১৯) ও তার স্বামী নুর মোহাম্মদ (২৮)। নুর মোহাম্মদ চট্টগ্রামের রাউজান এলাকার বাসিন্দা।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ২ থেকে ৩টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কারা, কেন এই হত্যা করেছে বিষয়টি পরিষ্কার না। ঘটনার প্রকৃত কারণ বের করার চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

কক্সবাজার টপ নিউজ স্বামী-স্ত্রীকে হত্যা

বিজ্ঞাপন

শাকিব খানের ‘মিশন হলিউড’
১৪ জুলাই ২০২৫ ১৬:২০

আরো

সম্পর্কিত খবর