Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিশাদকে নিয়ে বাড়তি চিন্তায় অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০২৪ ১৪:৫৯

বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম ভরসা হিসেবে ধরা হচ্ছিল তাকে। স্পিনার রিশাদ হোসেন সেই আস্থার জায়গাটা রেখে দুর্দান্ত বোলিং করেছেন গ্রুপ পর্বে। পেসারদের সাথে রিশাদের দুর্দান্ত বোলিংয়েই গ্রুপ পর্বের বাধা পেরিয়ে সুপার এইটে পৌঁছে গেছে বাংলাদেশ। সুপার এইটের প্রথম ম্যাচে ২১ জুন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে অস্ট্রেলিয়ান ব্যাটার টিম ডেভিড বলছেন, রিশাদকে নিয়েই বাড়তি চিন্তায় আছে অজিরা।

বিজ্ঞাপন

গ্রুপ পর্বে ৪ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন রিশাদ। পেসারদের দাপটের মাঝেও নিজেকে আলাদাভাবে চিনিয়েছেন তিনি। রিশাদের ইকোনমি ৭ রানেরও কম।

রিশাদের বিপক্ষে কখনোই মাঠে না নামা অজি ব্যাটার ডেভিড বলছেন, এই লেগ স্পিনারকে নিয়ে চিন্তায় থাকবেন তারা, ‘এটাই তো বিশ্বকাপের ধরন তাইনা, একটি দলের সাথে একবারই খেলবেন। ফাইনালে উঠলে হয়তো দেখা হতে পারে। রিশাদদের সাথে খেলার বেশি সুযোগ পাবেন না। তার বোলিং দেখারও সুযোগ কম। আমার মনে হয় না আমাদের কেউ তার বিপক্ষে খেলেছে। এটা নিয়ে খানিকটা চিন্তায় আছি। তবে আমরা তাকে আক্রমণাত্মক ভঙ্গিতেই খেলব।’

অস্ট্রেলিয়ান দলে মূল স্পিনার হিসেবে আছেন অ্যাডাম জাম্পা। তবে বল হাতে দলের হয়ে অবদান রাখতে চান পার্ট টাইম স্পিনার ডেভিডও, ‘পার্ট টাইমার দলে থাকলে অধিনায়কের আরও কিছু বিকল্প থাকে। আমি ৯ মাস আগে নেটে লেগ স্পিন করা শুরু করেছি। সত্যিই এটা ভালো হচ্ছে। বোলিং নিয়ে পরিশ্রমও করছি। এটা আমি উপভোগ করি। মাঠে ২০ ওভার দাঁড়িয়ে থাকার চেয়ে এটা অনেক উপভোগ্য।’

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর