Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহিষ দেখতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৪ ১৫:৫৮ | আপডেট: ১৯ জুন ২০২৪ ১৫:৫৯

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতে মো. চৌধুরী মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুন) ভোর ৬টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত চৌধুরী মিয়া উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর আমিনুল হক গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো.হাজী আবুল কাশেম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চৌধুরী মিয়া বাড়িতে ফজরের নামাজ পড়ে। এরপর জমিতে তার মহিষ দেখতে যায়। মহিষ দেখতে গিয়ে বজ্রপাতে সেখানেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়া তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম ভূঁইয়া বলেন, বজ্রপাতে একজন মারা গেছেন বলে শুনেছি। তবে বিষয়টি কেউ থানায় অবহিত করেনি।

সারাবাংলা/ইআ

বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর