মিরপুরে বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার
৩১ মে ২০১৮ ১৭:১২
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে রত্না (১৪) নামের এক গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ মে) বেলা ৩টার দিকে মিরপুর ১০ নম্বর সেকশনের ৩১ নম্বর রোডের ডি ব্লকের ১৭ নম্বর বাসা থেকে ওই গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মিরপুর থানার উপ পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, গৃহকর্তা শামীম আহমেদ গৃহকর্ত্রী মৌসুমী শারমীনের বাসায় প্রায় দেড় বছর কাজ করতো রত্না। দুপুরে সংবাদ পেয়ে বাসায় ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রত্না আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর অন্য কোনো কারণ আছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।
সারাবাংলা/এসএসআর/এমও