সিএনজিতে লরির ধাক্কা, শিশু নিহত
১৯ জুন ২০২৪ ২১:১৪
বরিশাল: ঝালকাঠির নলছিটিতে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশায় তেলবাহী ট্যাংক লরি ধাক্কা দিলে অটোরিকশার যাত্রী এক শিশু নিহত হয়েছে। অটোরিকশায় থাকা ওই শিশুর পরিবারের আরও চার সদস্য ও অটোরিকশার চালক আহত হয়েছেন।
বুধবার (১৯ জুন) দুপুরে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার (৪) বরগুনা জেলার বামনা উপজেলার চালিতাবুনিয়া এলাকার মজিবর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একই পরিবারের পাঁচজন সিএনজি অটোরিকশায় বরিশাল যাচ্ছিলেন। একটি অটোরিকশাকে ওভারটেক করার সময় বরিশাল থেকে ছেড়ে আসা একটি ট্যাংক লরির সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি সড়কের পাশে খাদে পড়ে যায়।
স্থানীয়রা অটোরিকশা থেকে যাত্রী ও চালকসহ ছয়জনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠায়। সেখানে শিশু শাহরিয়াকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল আলম বলেন, দুর্ঘটনায় আহতরা শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাকবলিত ট্যাংক লরি ও সিএনজি পুলিশ হেফাজতে আছে।
সারাবাংলা/টিআর