ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি বাসায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। বুধবার (১৯ জুন) রাতে যে কোনো সময় পশ্চিম মোমেনবাগের একটি বাসায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শফিকুর রহমান (৬০) ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন (৫০)।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) তৌহিদুল হক মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সকালে খবর পেয়ে যাত্রাবাড়ীর ওই বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। তাদের দুইজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, বুধবার রাতের যেকোনো সময় বাসায় ঢুকে তাদের দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।