সুপার এইটে স্বাধীনভাবে খেলবে বাংলাদেশ: হাথুরুসিংহে
২০ জুন ২০২৪ ১৩:২২
গ্রুপ পর্বের বাধা পেরিয়ে সুপার এইটে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। ২১ জুন অ্যান্টিগায় অজিদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের সুপার এইট পর্ব। ম্যাচ শুরুর আগে কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলছেন, এই রাউন্ডে স্বাধীনভাবে খেলবে বাংলাদেশ।
সুপার এইটের ম্যাচগুলো উপভোগ করবেন ক্রিকেটাররা, বিশ্বাস হাথুরুর, ‘আমরা খেলাটা শুরুই করেছি উপভোগের জন্য। আমি উপভোগের বিষয়টা ক্রিকেটারদের থেকে ছিনিয়ে নিতে চাই না। তবে তার মানে এই না যে যা খুশি তাই করার লাইসেন্স আছে! প্রত্যেকেরই নির্দিষ্ট দায়িত্ব আছে।’
পূর্ণ স্বাধীনতা নিয়েই মাঠে নামবেন বাংলাদেশের ক্রিকেটাররা, বিশ্বাস হাথুরুর, ‘অবশ্যই সবার স্বাধীনতা আছে। দেশ, ক্লাব কিংবা পার্ক ক্রিকেটে খেলার সময়ও উপভোগের বিষয়টা থাকে। উপভোগের মন্ত্র সবসময় সামনে থাকবে।’
যেকোনো ফরম্যাটেই অজিদের বিপক্ষে খুব বেশি জয় পাওয়া হয়নি বাংলাদেশ। সবশেষ ২০১৭ সালে ঘরের মাঠে অজিদের টেস্টে হারিয়েছিল বাংলাদেশ। সেই জয়ের আত্মবিশ্বাস কাজে দেবে কিনা এমন প্রশ্নে হাথুরু বলেন, দুই ম্যাচের কন্ডিশন ভিন্ন হওয়ায় তেমনটার সুযোগ নেই, ‘ওই দলটা অনেক অভিজ্ঞ ছিল। অভিজ্ঞ ব্যাটার ছিল, উইকেট ও কন্ডিশন আমাদের পক্ষে ছিল। বড় দলকে হারাতে হলে কিছু সাহসী সিদ্ধান্ত নিতে হয়। সেটা নিয়েই আমরা কাজ করছি।’
সারাবাংলা/এফএম