Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩১০০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করা হচ্ছে : জ্বালানি প্রতিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৪ ১৮:২৭

ঢাকা: দেশীয় উৎপাদন ও এলএনজি আমদানির মাধ্যমে বর্তমানে ৩০০০ থেকে ৩১০০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার(২০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য এম. আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। বৃহস্পতিবারের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়।

বিজ্ঞাপন

এম. আবদুল লতিফ তার প্রশ্নে জানতে চান, বর্তমানে কোনো নতুন শিল্প প্রতিষ্ঠান উৎপাদনে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়েও গ্যাস সংযোগ না পাওয়ার কারণে বন্ধ আছে কিনা। থাকলে, বন্ধ থাকা নতুন শিল্পে দ্রুত গ্যাস সংযোগের মাধ্যমে চালুর লক্ষ্যে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করবে কিনা।

এ প্রশ্নের উত্তরে নসরুল হামিদ বলেন, বর্তমানে গ্যাসের চাহিদা দৈনিক প্রায় ৩৮০০-৪০০০ মিলিয়ন ঘনফুট, যার বিপরীতে দেশীয় উৎপাদন ও এলএনজি আমদানি করে ৩০০০-৩১০০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করা হচ্ছে। চাহিদা ও সরবরাহে ঘাটতি থাকায় পরিকল্পিত শিল্পাঞ্চলে এবং বিদ্যুৎ ও সার খাতে অগ্রাধিকার বিবেচনায় গ্যাস সংযোগ চালু রয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর