Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অক্টোবরে সম্মেলন, নেতৃত্ব নিয়ে প্রশ্ন নয়— বললেন নাছির

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৪ ২০:২৬ | আপডেট: ২০ জুন ২০২৪ ২৩:০৩

বর্ধিত সভায় বক্তব্য রাখছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: অক্টোবরে দলীয় সভাপতি শেখ হাসিনার নির্ধারিত সময় অনুযায়ী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন হবে বলে জানিয়েছেন নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেছেন, নগর আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন তোলা বা বিতর্ক তৈরির অবকাশ নেই। এখানে প্রত্যেকে দলের দুঃসময়ের সাথী।

বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন।

সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘গত ২০ মে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ চট্টগ্রামে এসে নির্দেশনা দিয়েছেন, নির্ধারিত সময়ে যেসব ইউনিট-ওয়ার্ড ও থানা কমিটির সম্মেলন হয়নি, সেগুলো শেষ করতে হবে। আগস্ট মাস যেহেতু শোকের মাস, তখন কোনো সাংগঠনিক সম্মেলন করার সুযোগ নেই। সেপ্টেম্বর মাসের মধ্যে বিভিন্ন স্তরের সাংগঠনিক কাঠামোগুলোর সম্মেলন করে কমিটি গঠন করা হবে। অক্টোবর মাসে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার নির্ধারিত সময় অনুযায়ী মহানগর আওয়ামী লীগের সম্মেলন হবে।’

সংগঠনের মধ্যে বিভাজন তৈরি না করার তাগিদ দিয়ে আ জ ম নাছির বলেন, ‘যারা বিভিন্ন অজুহাতে সংগঠনের মধ্যে বিভেদ, বিভাজন ও অনৈক্য তৈরির পাঁয়তারা চালাচ্ছে, তারা কখনো দুর্দিনে আওয়ামী লীগের সঙ্গে ছিলেন না। এখন যারা বিভিন্ন স্তরে নেতৃত্বে আছেন, তাদের মধ্যে প্রায় প্রত্যেকে আওয়ামী লীগের দুঃসময়ের সাথী। যারা নতুন নেতৃত্বে এসেছেন তাদের যাচাই-বাছাই করে সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী নেতৃত্বের আসনে বসানো হয়েছে। এ ক্ষেত্রে নতুন করে কোনো প্রশ্ন বা বিতর্ক তৈরির অবকাশ নেই।’

বিজ্ঞাপন

‘চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সবসময় কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা ও প্রস্তাবনা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম চলমান রেখেছে। এ ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটেনি। কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃত্ব স্বীকার করেছেন, সারা দেশে জেলা পর্যায়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো ও অবস্থান সবচেয়ে বেশি শক্তিশালী,’— বলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের এই নেতা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩ জুন লালদিঘী ময়দান থেকে শোভাযাত্রা বের হবে। নগরীর ১৫টি থানা, ৪৪টি সাংগঠনিক ওয়ার্ড ও সব ইউনিটকে মিছিল, ব্যানার, ফেস্টুন ও বাদ্য-বাজনা নিয়ে শোভাযাত্রায় যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘সৎ, সাহসী, পরীক্ষিত ও ত্যাগী কর্মী যাদের সমাজে গ্রহণযোগ্যতা আছে, তাদের তৃণমূল স্তরে নেতৃত্বে আনতে হবে। তারাই সংগঠনের মূল প্রাণশক্তি।’

সভাপতির বক্তব্যে নগর কমিটির সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব পালন করতে গিয়ে নিশ্চিতভাবে উপলব্ধি করেছি, আওয়ামী লীগ পরীক্ষিত নেতাকর্মীদের সংগঠন। সাংগঠনিক কাঠামো সাজাতে গিয়ে পরীক্ষিত নেতাকর্মীদের পদ-পদবিতে বসানোর প্রচেষ্টা ছিল এবং আগামীতেও থাকবে।’

নগর কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় বর্ধিত সভায় সাবেক সংসদ সদস্য নোমান আল মাহমুদ বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/টিআর

আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রাম মহানগর আ.লীগ টপ নিউজ সম্মেলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর