Tuesday 19 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হলের গ্রিল চুরি: আটকের পর মুচলেকায় মুক্ত চবি শিক্ষার্থী

চবি করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৪ ২৩:১৫

চবির হলের ‘চুরি যাওয়া’ গ্রিল। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল থেকে লোহার গ্রিল ‘চুরি’র অভিযোগে এক শিক্ষার্থী আটক হওয়ার পর মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন।

বৃহস্পতিবার (২০ জুন) বিকেল ৫টার দিকে চবি ক্যাম্পাসের জিরো পয়েন্ট গেটে দায়িত্বরত কর্মকর্তারা তাকে আটক করেন। আটক মোহাম্মদ জুয়েল রানা চবি ব্যাংকিং ও বিমা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শাহজালাল হলের ৩৩৬ নম্বর কক্ষের আবাসিক ছাত্র।

বিজ্ঞাপন

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ অহিদুল আলম সারাবাংলাকে বলেন, ‘বিকেলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী আমাদের লোহার গ্রিলসহ এক ছাত্রকে আটকের খবর দেয়। আমরা গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করি। সে দাবি করেছে, হলের জানালার রডগুলো পরিত্যক্ত ভেবে সে বিক্রি করতে চেয়েছিল।’

‘কিন্তু এভাবে চাইলেই তো কেউ বিশ্ববিদ্যালয়ের সম্পদ বিক্রি করতে পারে না। পরে অবশ্য সে ভুল স্বীকার করেছে। মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে,’— বলেন প্রক্টর।

সারাবাংলা/এমআর/টিআর

গ্রিল চুরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর