Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের ইতিহাসে ৭ম হ্যাটট্রিকে কামিন্সের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২৪ ০৮:৪০

টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে শুরু হয়েছে সুপার এইটের খেলার। টুর্নামেন্টের ২০তম দিনে এসে প্রথম হ্যাটট্রিকের দেখা পাওয়া গেল। অ্যান্টিগায় বাংলাদেশের বিপক্ষে এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক পেলেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। টি-২০ বিশ্বকাপের ইতিহাসের এটি ৭ম হ্যাটট্রিক।

বাংলাদেশের বিপক্ষে ইনিংসে ১৮তম ওভারের শেষ দুই বলে মাহমুদউল্লাহ ও মাহেদিকে ফেরান কামিন্স। ২০তম ওভারের প্রথম বলে তাওহিদ হৃদয়কে আউট করে হ্যাটট্রিক তুলে নিয়েছেন কামিন্স। এবারের আসরে এটিই প্রথম হ্যাটট্রিক।

বিজ্ঞাপন

কামিন্সের এই হ্যাটট্রিক টি-২০ বিশ্বকাপের ইতিহাসে ৭ম হ্যাটট্রিক। এর আগে এই ফরম্যাটের বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক পেয়েছিলেন অস্ট্রেলিয়ার ব্রেট লি, ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি। এরপর ২০২১ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে হ্যাটট্রিক পেয়েছিলেন আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার। ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

২০২১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। ২০২২ বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন আরব আমিরাতের কার্তিক মেয়াপ্পান। ২০২২ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন আয়ারল্যান্ডের জসুয়া লিটল।

টি-২০ ফরম্যাটে চতুর্থ অজি বোলার হিসেবে হ্যাটট্রিক পেলেন কামিন্স। এর আগে ব্রেট লি, অ্যাস্টন অ্যাগার, নাথান এলিস টি-২০ তে অজিদের হয়ে হ্যাটট্রিক করেছিলেন।

সারাবাংলা/এফএম

টপ নিউজ টি-২০ বিশ্বকাপ ২০২৪

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর