Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ন্যাটোর প্রধান হচ্ছেন মার্ক রুটে

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুন ২০২৪ ১০:৩৮

সম্মিলিত প্রতিরক্ষা জোট ন্যাটোর নতুন মহাসচিব হিসেবে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের নাম ঘোষণা করা হয়েছে। আগামী অক্টোবরে ন্যাটের বর্তমান মহাসচিব জেনস স্টলটেনবার্গের মেয়াদ আগামী অক্টোবরে শেষ হলে রুট এই দায়িত্ব নেবেন।

রয়টার্স ও ডয়চে ভেলের খবরে বলা হয়, ন্যাটো শরিকদের মধ্যে দীর্ঘ আলোচনার পর রুটেকে জোটপ্রধান করার সিদ্ধান্ত হয়।

মার্ক রুটে ২০১০ সাল থেকে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ১৩ বছর ধরে দায়িত্বে থাকা রুটে ২০২৩ সালের জুলাইয়ে সক্রিয় রাজনীতি থেকে অবসরে ঘোষণা দেন তিনি। ওই সময় অভিবাসীদের প্রতি নরম মনোভাব দেখানোর অভিযোগ তুলে চার দলীয় জোট ভেঙে দেওয়া হয়, যে জোটের মাধ্যমেই মূলত সরকার গঠন করেছিলেন রুটে।

এর পরের নির্বাচনেই নেদারল্যান্ডসের দক্ষিণপন্থিরা সবচেয়ে বেশি আসন পায়। রুটেও তার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় হারের মুখে পড়েন। এররপর থেকে তিনি কার্যকরী প্রধানমন্ত্রী হিসাবে কাজ করছেন। কারণ দক্ষিণপন্থি দল এখনো সরকার গঠন নিয়ে আলোচনা করে যাচ্ছে।

এদিকে সক্রিয় রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিলেও পরে রুটে ন্যাটোর প্রধান হিসেবে দায়িত্ব পেলে তা গ্রহণ করতে আগ্রহী বলে ইঙ্গিত দেন। ন্যাটোর সদস্য দেশগুলোর প্রধানদের সঙ্গে দেখা করেন। ইউক্রেনের সমর্থক হওয়ায় যুক্তরাষ্ট্রের সমর্থনও তিনি সহজেই পান। অন্য দেশগুলোও তাকে সমর্থন দিয়েছে।

তবে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সমর্থন পেতে বেগ পোহাতে হয় রুটেকে। রুশপন্থি এই প্রধানমন্ত্রীর সঙ্গে রুটের সম্পর্ক আগেও মধুর ছিল না। এর আগে ইউক্রেনকে অস্ত্র সহায়তার প্রস্তাবও অরবান নাকচ করে দিয়েছিলেন। পরে রুটে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি ন্যাটোর প্রধান থাকাকালীন হাঙ্গেরি ন্যাটোর সীমার বাইরে ইউক্রেনকে সহায়তা করবে না। শেষ পর্যন্ত অরবানও সমর্থন দিলে রুটেই ন্যাটোর পরবর্তী প্রধান হিসেবে চূড়ান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

বিশ্লেষকরা বলছেন, রুটে খুব সাদামাটা জীবনযাপন করেন। সাইকেল করে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাতায়াত করেন। হেগ সেন্ট্রাল স্টেশনে পিয়ানো বাজান। তবে
ন্যাটোপ্রধান হিসাবে তাকে আরেকটু সিরিয়াস হতে হবে ও কূটনৈতিক পথে চলতে হবে। ন্যাটোর ৩২টি সদস্য দেশের বিরোধী স্বার্থের মধ্যে ভারসাম্য করে চলতে হবে, যেন সবার মধ্যে ঐক্য ধরে রাখা যায়। বর্তমান ন্যাটোপ্রধান স্টলটেনবার্গ নির্বিকার হওয়ায় সেটি তাকে ন্যাটোর লক্ষ্যগুলো অর্জনে সহায়তা করেছিল বলে মনে করা হয়।

সারাবাংলা/টিআর

জেনস স্টলেনবার্গ টপ নিউজ ডাচ প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ন্যাটো ন্যাটোপ্রধান মার্ক রুটে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর