Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যোগব্যায়াম বিশ্বের কাছে ভারতের একটি উপহার’

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৪ ২২:৪৬

চট্টগ্রাম ব্যুরো: ভারতের সহকারী হাই কমিশনের আয়োজনে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে দশম আন্তর্জাতিক যোগ দিবস। এতে মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্পোরেট গ্রুপের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় আট শতাধিক মানুষ অংশ নেন।

শুক্রবার (২১ জুন) বিকেলে নগরীর নেভি কনভেনশন সেন্টারে যোগ ব্যায়াম অনুশীলনের আয়োজন করা হয়। এ বছর যোগ দিবসের প্রতিপাদ্য হচ্ছে- ‘নিজের এবং সমাজের জন্য যোগব্যায়াম।’

বিজ্ঞাপন

বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, ‘যোগব্যায়াম ভারত ও বাংলাদেশের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ এবং এটা দুই দেশের মধ্যে শক্তিশালী সাংস্কৃতিক ও জনগণের মধ্যে সম্পর্কের জন্য একটি ঐক্যবদ্ধ শক্তি।’

‘যোগব্যায়াম বিশ্বের কাছে ভারতের একটি উপহার। কিন্তু এটা এখন সকলের দ্বারা গ্রহণ করা হয়েছে এবং এভাবে এটা একটি সাধারণ ঐতিহ্যে পরিণত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যোগের অনুশীলন তার তিনটি স্তম্ভ আসন (শরীরের ভঙ্গি), প্রাণায়াম (শ্বাসের ব্যায়াম) এবং ধ্যান যোগের মাধ্যমে মন এবং শরীরকে একীভূত করে আধুনিক সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এবং এর জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।’

ফোর এইচ গ্রুপ, ওয়েল স্টুডিও, ইন্ডিয়ান ওয়েল করপোরেশন , বোনানজা এন্ড ইম্পোর্টার্স ইভেন্ট ম্যানেজমেন্ট ও কোয়ান্টাম ফাউন্ডেশন এ আয়োজনে সহযোগিতা দিয়েছে।

কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক আহমেদ শরীফ বিভিন্ন আসন ও ধ্যানের কৌশল প্রদর্শন করে সেশন পরিচালনা করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর