Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ কোটি টাকা আত্মসাৎ, মাছ ব্যবসায়ী ধরা

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৪ ২২:৫০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে প্রায় তিন কোটি টাকা আত্মসাৎ করে পরিবার নিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার সময় এক মাছ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২১ জুন) দুপুরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন শাখা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইসমাইল হোসেন (৩৯) কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা সৈন্যেরটেক এলাকার আবদুস সালামের ছেলে।

এর আগে গত ৯ এপ্রিল ভোরে ইসমাইলের দুই সহযোগী আল আমিন নোমান (৩৯) ও কাউছার আহমেদ সাগরকে (৩৫) গ্রেফতার করেছিল পুলিশ।

পুলিশ জানায়, সদরঘাট এলাকায় এন এন ফিশ প্রতিষ্ঠানের মালিক ইসমাইল হোসেন মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে মাছ কিনে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন। নোমান ও সাগর কমিশনে তার ব্যবসার দেখাশোনা করতেন। সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে সাত থেকে আট ব্যবসায়ীর কাছ থেকে প্রায় তিন কোটি টাকার মাছ কেনেন ইসমাইল। এরপর তিনি গা ঢাকা দেন।

পরে ব্যবসায়ীরা নোমান ও সাগরের কাছে পাওনা টাকা চাইতে গেলে তারাও টাকা দিতে অস্বীকৃতি জানান। ওই মাসেই ইসমাইলকে প্রধান আসামি করে তিন জনের নামে সদরঘাট থানায় অভিযোগ দেন এক ব্যবসায়ী।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান সারাবাংলাকে বলেন, ‘টাকা আত্মসাতের পর ইসমাইল আবুধাবি পালিয়ে যায়। ইসমাইল দেশে আসলে যাতে আমাদের জানানো হয় সেজন্য আমরা ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরের ইমিগ্রেশনে আবেদন করে রেখেছিলাম।’

‘আজ (শুক্রবার) দুপুরে ঢাকা বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। আমাদের পুলিশ সদস্যরা গিয়ে তাকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে।’

বিজ্ঞাপন

ওসি ফেরদৌস জাহান বলেন, ‘সে পরিবারকে আবুধাবি নিয়ে যাওয়ার জন্য দেশে এসেছিল। তার বিরুদ্ধে তিন কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ আছে। এর আগে তার দুই সহযোগীকে আমরা গ্রেফতার করেছিলাম।’

সারাবাংলা/আইসি/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর