Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ে দেড় কিলোমিটার যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৪ ১২:৩৬

সিরাজগঞ্জ: পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে বিভিন্ন জেলা থেকে রাজধানীতে ফিরছেন মানুষ। এর চাপ পড়েছে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমের ঢাকা মুখী টোল প্লাজায়। এতে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিমে ঢাকাগামী লেনে দেড় কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (২২ জুন) সকাল থেকেই এই যানজট শুরু হয়। যা সেতু পশ্চিম থেকে শুরু হয়ে ইকোনমিক জোনের গেইট পর্যন্ত এসেছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকাগামী গাড়ির চাপ পড়েছে সেতু পশ্চিম টোল প্লাজায়। স্বাভাবিকভাবেই টোল গ্রহণের জন্য একটু সময় লাগে। সেখানে এসে গাড়িগুলো দাঁড় করাতে হয়। এছাড়া বৃষ্টির কারণে সেতুর ওপরে একাধিক গাড়ি নষ্ট হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, সকাল থেকেই সেতু পশ্চিম থেকে ইকোনমিক জোনের গেইট পর্যন্ত অন্তত দেড় কিলোমিটার এলাকাজুড়ে এই যানজট দেখা গেছে। সেতুতে নষ্ট হওয়া সকল গাড়ি অপসারণ করা হয়েছে। তবে যেহেতু গাড়ির চাপ আছে এবং প্রচুর মানুষ কর্মস্থলে ফিরছেন তাই ধারণা করছি, এখানে আজ রাত পর্যন্ত যানজট থাকতে পারে।

সারাবাংলা/ইআ

বঙ্গবন্ধু সেতু যানজট সিরাজগঞ্জ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর