২৬ জুন দেশব্যাপী বিক্ষোভ করবে সিপিবি
স্পেশাল কসেপন্ডেন্ট
২২ জুন ২০২৪ ১৯:৫০
২২ জুন ২০২৪ ১৯:৫০
ঢাকা: ‘দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, দুর্নীতি-লুটপাটের শেকড় উপড়ে ফেলো, পাচারের টাকা ফেরত আনো, খেলাপী ঋণ উদ্ধার কর, বামপন্থার পথ ধরো এবং দেশ বাঁচাও-মানুষ বাঁচাও’ দাবিতে বুধবার (২৬ জুন) দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শনিবার (২২ জুন) সিপিবি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহীন রহমান ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেছেন।
বিবৃতিতে নেতারা মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় দেশের সকল জেলা-উপজেলায় বিক্ষোভ সংগঠিত করার জন্য পার্টির সংশ্লিষ্ট সকল শাখার প্রতি আহ্বান জানিয়েছেন।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী বুধবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
সারাবাংলা/এএইচএইচ/একে