জয় দিয়ে কোপা শুরু মেক্সিকোর
২৩ জুন ২০২৪ ০৯:০৪
ব্রাজিল-আর্জেন্টিনার পর কোপা আমেরিকার অন্যতম ফেভারিট তারা। নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করল মেক্সিকো। আর্টেগার একমাত্র গোলে জ্যামাইকাকে ১-০ ব্যবধানে হারিয়ে দারুণভাবেই কোপার সূচনা করেছে মেক্সিকো।
ম্যাচের শুরু থেকেই দাপটের সাথেই খেলেছে মেক্সিকো। জ্যামাইকার রক্ষণভাগের পরীক্ষা নিয়ে বারবার আক্রমণ সাজিয়েছে তারা। একের পর এক শট নিলেও সেখান থেকে গোল আদায় করে নিতে পারেনি মেক্সিকো। জ্যামাইকান কিপার লেমবিকিসার দারুণ কিছু সেভে হতাশ হয়েছে মেক্সিকো।
মাত্র ৩০ মিনিটের মাথায় বড় ধাক্কা খায় মেক্সিকো। অধিনায়ক এডসন আলভারেজ ইনজুরির কারণে মাঠ ছাড়েন। গোলশূন্য স্কোরলাইন নিয়েই বিরতিতে মাঠ ছাড়ে দুই দল।
দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে মেক্সিকোকে চমকে দিয়ে এগিয়ে গিয়েছিল জ্যামাইকা। তবে ভিএআরের সাহায্যে গোল বাতিল করেন রেফারি। অবশেষে ৬৯ মিনিটে ডেডলক ভাঙ্গে মেক্সিকো। রোমোর বাড়ানো বলে দারুণ এক গোলে দলকে লিড এনে দেন জেরার্ডো আর্টেগা। ১৭তম শট অন গোলে ভাগ্য খোলে মেক্সিকোর।
শেষ পর্যন্ত এই এক গোলই জয়ের জন্য যথেষ্ট হয়েছে মেক্সিকোর। এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ বি এর শীর্ষে উঠল মেক্সিকো। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভেনিজুয়েলা।
সারাবাংলা/এফএম