সোনালী ব্যাংক থেকেও সরিয়ে দেওয়া হচ্ছে মতিউরকে
২৩ জুন ২০২৪ ১৪:০৯
ঢাকা: ‘ছাগলকাণ্ডে’ দেশজুড়ে আলোচিত-সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মো. মতিউর রহমানকে এবার সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও সরিয়ে দেওয়া হচ্ছে। একাধিক সূত্র সারাবাংলাকে নিশ্চিত করেছে, এরই মধ্যে তাকে সরিয়ে দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় থেকে প্রক্রিয়া শুরু হয়েছে।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবা উল হক সারাবাংলাকে বলেন, ‘সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকে কাউকে সরানোর দায়িত্ব কেবল অর্থ মন্ত্রণালয়ের। আমরা কেবল এনওসি (অনাপত্তিপত্র) দেবো। বাকি প্রক্রিয়া অর্থ মন্ত্রণালয় সম্পন্ন করবে।’
বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত এনওসি দেওয়া হয়েছে কি না— এ প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র বলেন, ‘এ বিষয়ে আমার কিছু জানা নেই।’
আরও পড়ুন- এনবিআর সদস্য পদ থেকে ‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরকে অপসারণ
তবে অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে, শিগগিরই মতিউর রহমানকে সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।
এর আগে এনবিআর সদস্য এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মো. মতিউর রহমানকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার আদেশ দিয়ে রোববার (২৩ জুন) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করার কথা বলা হয়েছে।
মতিউর রহমান ১১তম বিসিএসে বাণিজ্য ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগ দেন। পরে এই ক্যাডারের সাত কর্মকর্তাকে কাস্টমস ক্যাডারে একীভূত করা হয়। মতিউর রহমান তাদের একজন। এনবিআর সদস্য এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের দায়িত্বের পাশাপাশি ২০২২ সালের ১ ফেব্রুয়ারি থেকে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের পরিচালক পদে রয়েছেন তিনি।
মতিউর রহমানের কলেজ পড়ুয়া ছেলে ইফাত সদ্যগত ঈদুল আজহায় সাদিক এগ্রো এবং ঢাকার অন্তত সাতটি খামার ও একটি হাট থেকে ৭০ লাখ টাকার গরু-ছাগল কিনে আলোচনায় আসেন। এর মধ্যে সাদেক এগ্রোর ১২ লাখ টাকার একটি ছাগলও ছিল। সমালোচনার মুখে ১ লাখ টাকা অগ্রিম দেওয়া ছাগলটি আর নেওয়া হয়নি তার। গত বছরও তিনি ৬০ লাখ টাকার পশু কিনেছিলেন বলে জানা যায়।
এদিকে ‘ছাগলকাণ্ড’ নিয়ে ব্যাপক আলোচনা হলে মতিউর রহমান বলেন, ‘ইফাত তার ছেলে নয়। ইফাত নামে কাউকে তিনি চেনেন না।’ তবে একাধিক নিকটাত্মীয় ও জনপ্রতিনিধি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, ইফাত মতিউর রহমানেরই ছেলে ও তার দ্বিতীয় স্ত্রীর সংসারের প্রথম সন্তান।
সারাবাংলা/জিএস/টিআর