Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ফিরলেন আরও সাড়ে ৭ হাজার হজযাত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৪ ১৬:২৯

ঢাকা: পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৭ হাজার ৪১৪ জন হাজি দেশে ফিরেছেন। এত সংখ্যক যাত্রী মোট ২০টি ফ্লাইটে দেশে পৌঁছেছেন। এর আগে, গত বৃহস্পতিবার (২০ জুন) বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩২ ফ্লাইটের মধ্য প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয়।

রোববার (২৩ জুন) হজ ব্যবস্থাপনা পোর্টাল সূত্রে এ তথ্য জানা যায়।

সেখানে বলা হয়, এখন পর্যন্ত মোট ২০টি ফিরতি ফ্লাইটে এই হাজিরা দেশে ফিরলেন। এই ২০ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ছিল ৬টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৭টি।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী সৌদি আরব যান হজ করতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৯৫ জন। বাংলাদেশ থেকে সর্বমোট ২১৮টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছিলেন তারা।

পোর্টালে দেওয়া তথ্য থেকে আরও জানা যায়, এ বছর হজ পালন করতে গিয়ে ৩৫ জন বাংলাদেশির মৃত্যু হয়। তাদের মধ্যে ২৮ জন পুরুষ ও ৭ জন নারী। মক্কায় ২৮ জন, মদিনায় ৪. জেদ্দায় ১ এবং মিনায় ২ জন মারা যান।

হজ পালনের উদ্দেশ্যে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ৯ মে এবং সর্বশেষ ফ্লাইট ছিল ১২ জুন।

গত ২০ জুন থেকে শুরু হয় হজের প্রথম ফিরতি ফ্লাইট। আর হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি দেশে আসবে আগামী ২২ জুলাই।

সারাবাংলা/জেআর/একে

টপ নিউজ ফিরতি ফ্লাইট সৌদি আরব হজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর