Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশের সবচেয়ে বড় রেলওয়ে কারখানা হবে রাজবাড়ীতে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৪ ১৮:০২

ঢাকা: রাজবাড়ীতে দেশের সবচেয়ে বড় রেলওয়ে কারখানা হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম। তিনি বলেন, ১০৫ একর জমি নিয়ে এই কারখানা প্রতিষ্ঠিত হচ্ছে। যেখানে প্রায় পাঁচ হাজার লোক চাকরি করতে পারবে।

রোববার (২৩ জুন) দুপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জিল্লুল হাকিম বলেন, ‘আমাদের রাজবাড়ী রেলস্টেশনের টেন্ডার হয়ে গেছে। এখানে সুন্দর দোতালা ভবন হবে। বিএনপির আমলে বিভিন্ন জায়গা থেকে রেললাইন উপড়ে ফেলা হয়েছিল। রেললাইন তুলে বিক্রি করা হয়েছিল। কিন্তু আমরা রেলের অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছি। আমরা রাজবাড়ীকে রেলের শহর হিসেবে প্রতিষ্ঠা করব।’

রেলপথমন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন আপনাদের অনেক পরিবর্তন হয়েছে। ঈদযাত্রায় রেল হচ্ছে মানুষের সবচেয়ে নিরাপদ পরিবহন। রোজা ও কোরবানির ঈদে যারা ট্রেনে বাড়ি যেতে চেয়েছেন তারা সহজে বাড়ি পৌঁছাতে পেরেছেন।’

তিনি বলেন, ‘রাজবাড়ীতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটা শক্তিশালী আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছি। আমরা শেখ হাসিনার নেতৃত্বে এমন একটা দল গঠন করব, এমন একটা আওয়ামী লীগ গঠন করব, যাদের নিয়ে কোনো ষড়যন্ত্র করার দুঃসাহস বিএনপি কেন, কেউ করবে না।’

জিল্লুল হাকিম বলেন, ‘ব্ঙ্গবন্ধু একমাত্র নেতা, যার পক্ষে সম্ভব ছিল বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেওয়া, জনগণকে স্বাধীনতার স্বপক্ষে যুদ্ধে নামানো এবং সেই যুদ্ধে জয়লাভ করা। আওয়ামী লীগ প্রতিষ্ঠা হওয়ার পর আমাদের সবচেয়ে বড় সফলতা হলো- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা এই দেশকে স্বাধীন করেছি।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে নাই। কিন্তু তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা পদ্মা সেতুর মতো একটা সেতু বানাতে পারছি। মেট্রোরেলের মতো একটা জনগণের উপকারী বাহন তৈরি করতে পারছি। আজকে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এখন আমরা সহজেই দুই থেকে আড়াই ঘণ্টার মধ্যে রাজবাড়ী থেকে ঢাকায় ট্রেনে পৌঁছাতে পারি।’

এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা আওয়ামী লীগের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দ শোভাযাত্রা ও র‍্যালি করেন নেতাকর্মীরা। কয়েক হাজার নেতাকর্মীরা এ সময় র‍্যালিতে অংশ নেয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সারাবাংলা/জেআর/পিটিএম

জিল্লুল হাকিম টপ নিউজ রেলপথমন্ত্রী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর