Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাশিমপুর কারাগারের হিসাব রক্ষক হত্যা, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৪ ২১:২৭

মানিকগঞ্জ: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হিসাব রক্ষক মো. শহিদুল ইসলাম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৩ জুন) বেলা আড়াইটায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।

গ্রেফতার আসামি দু’জন হলেন, মানিকগঞ্জ সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের শ্যামনগর গ্রামের আনিস শেখের ছেলে মিস্টার আলী (২৩)। অপর জন একই গ্রামের মো. এখলাছ শেখের ছেলে মো. শাহীন। এরা দুজন আপন চাচাতো ভাই। পেশাই বাস চালক ও হেলপার।

পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, আসামি মিস্টার আলী শুকতারা পরিবহন নামে একটি বাসের চালক। আর শাহীন ছিলেন হেলপার। তারাসহ আরও তিনজন মিলে বাসের যাত্রীদের কাছ থেকে ডাকাতি করবে বলে পরিকল্পনা করে।

তারা ডাকাতির পরকল্পনা নিয়েই ঈদের আগের দিন সন্ধ্যার পরে গাবতলী থেকে যাত্রী উঠান বাসে (শুকতারা পরিবহনে)। এরপরে বাসটি নবীনগর এলাকায় এলে মো. শহিদুল ইসলাম ওই বাসে ওঠেন মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে আসার জন্য। বাসটি মানিকগঞ্জে পৌঁছানোর আগেই অনেক যাত্রী তাদের গন্তব্যে আসায় নেমে যায়। এ সময় বাসে যাত্রী থাকে মো. শহিদুল ইসলামসহ আর একজন ছিলেন। পরে তারা এই দুই যাত্রীর ওপরে হামলা চালিয়ে টাকা-মোবাইল ফোন ডাকাতি করে। এরপরে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের জাগীর ব্রিজে ওঠার আগে বাস থেকে অজ্ঞাত এক যাত্রীকে লাথি মেরে ফেলে দেয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হিসাব রক্ষক মো. শহিদুল ইসলাম খানকে ব্রিজে ওঠার পর ফেলে দেওয়া হয়।

এ ঘটনায় বাসে থাকা আরেক যাত্রীর পরিচয় এখন জানা যায়নি। তবে পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করছে।

বিজ্ঞাপন

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিল হোসেন বলেন, ‘ঈদের দিন সকালে জাগীর ব্রিজের নিচ থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হিসাব রক্ষক মো. শহিদুল ইসলাম খানের মৃতদেহ উদ্ধার করি। এ ঘটনায় নিহত ব্যক্তির বড় মেয়ে মাহিশা মালিহা বিভা হত্যা মামলা দায়ের করেন।’

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হিসাব রক্ষক মো. শহিদুল ইসলাম খানের বাড়ি সিরাজগঞ্জের সদর উপজেলার ভাজনদাসগাথী এলাকায়।

সারাবাংলা/একে

কাশিমপুর কারাগার ডাকাতি বাসের যাত্রী হিসাবরক্ষক

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর